It was published on
The কবিতা Club's
DigiMag
BristiBuzz
at page 61
বৃষ্টি তুমি এলে বলেই
বিজয় কুমার দাস
বৃষ্টি
তুমি এলে বলেই
ভাবছি বসে একা,
কত
কথাই ছিল বাকি
তোমার সাথে দেখা।
বৃষ্টি
যখন নামতো আমার
সারা আকাশ জুড়ে,
থাকতে
তুমি আমারই পাশে
মেঘ-মল্লার সুরে।
রামধনু-রং
তোমার মনের
অলিন্দে ও শাখে,
আভাসে
আর কল্পনাতে
আল্পনা রং আঁকে।
কুসুমিত
কৃষ্ণচূড়ার
রক্তিম ঐ আভায়,
সোঁদা
মাটির মাদক স্মৃতি
বিহ্বলতা জাগায়।
বৃষ্টি
যখন কান্না হত
নামতো আকাশ ভেঙে,
হাতে
হাত থাকতো শুধুই
তোমার আমার সঙে।
জড়িয়ে
ধরে আবেগঘন
বৃষ্টি ভেজা বেশে,
আলগোছে
হাত বুলিয়ে দিতেম
কৃষ্ণকালো কেশে।
রিমঝিমিয়ে
বৃষ্টি হলেই
তোমার স্মৃতি ভাসে,
তোমার
ছবি এঁকেছি আজ
স্মৃতির ক্যানভাসে।
বৃষ্টি
যদি নামতো আজও
আমার হৃদয় জুড়ে,
তোমার
দেহ ভিজিয়ে দিতেম
দাবদাহের পরে।
এসো
না আজ আমরা কোথাও
আবার হারিয়ে যাই,
বৃষ্টি
ভেজা গহন রাতের
এ ঘোর বরিষায়।
------
© Bijoy Kr Das. All
Rights Reserved.
No comments:
Post a Comment