Sunday, June 3, 2012

বেহিসাব

বেহিসাব
বিজয় কুমার দাস

নীলচে কালো বিষাক্ত বিবেক পোকা গুলো
কুরে কুরে খেলো সময়।
দাম রইলো না কিছুরই।
সময় বড্ড বেহিসাবী সস্তা।
এ তো উলট পুরাণ।
হাজার কাজের ভিড়েও চিন্তার পথটা
রুদ্ধ হয়নি এখনো।
আকাশে চাঁদটা ঠিক অর্থবহ নয়।
পোড়াবে কি হিমেল অনলে ?




© Bijoy Kr Das. All Rights Reserved.

Unauthorized use or reproduction for any reason is prohibited.


No comments:

Post a Comment